
মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.): গুটখা ও পানমশলা চোরাচালান রুখতে মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ (মকোকা) আইনে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার বিধানসভায় শীতকালীন অধিবেশনে এই ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তাঁর দাবি, বর্তমান আইনে ক্ষতির (ঝুঁকি শারীরিক) প্রমাণ না থাকলে মকোকা প্রয়োগ করা যায় না, ফলে নিষিদ্ধ পণ্যের অভ্যস্ত বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্যা হয়।
মুখ্যমন্ত্রী ফড়নবীশ আরও জানান, আইন সংশোধনের প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে। গুটখা, পানমশলা ও অন্যান্য নিষিদ্ধ তামাকজাত পণ্যের অবৈধ বেচা-কেনা রুখতে আরও কঠোর আইন প্রয়োজন। নবি মুম্বই, আহমেদনগর, নাগপুর, যবতমাল, নাসিক, বুলঢানা-সহ বিভিন্ন জেলায় মাদক ও গুটকা চক্রের বিরুদ্ধে অভিযান চলছে।
সংশোধন কার্যকর হলে গুটখা ব্যবসাকে ‘রেগুলেটরি অপরাধ’ নয়, সরাসরি অর্গানাইজড ক্রাইম হিসেবে ধরা হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারি মহলের দাবি, জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা উভয় ক্ষেত্রেই তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব ও বেআইনি ব্যবসা রুখতেই এই কঠোর পদক্ষেপ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য