পঞ্জাবের হোশিয়ারপুরে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত ৪ যুবক
হোশিয়ারপুর, ১০ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুরে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ যুবকের। গাড়িতে থাকা একজন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে হোশিয়ারপুরের দ্বিমুখী রাস্তার কাছে এক
পঞ্জাবের হোশিয়ারপুরে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত ৪ যুবক


হোশিয়ারপুর, ১০ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুরে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ যুবকের। গাড়িতে থাকা একজন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে হোশিয়ারপুরের দ্বিমুখী রাস্তার কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি আই২০ গাড়ি এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে থাকা পাঁচ যুবকের মধ্যে চারজন মারা যান, যাঁরা হিমাচল প্রদেশের বাসিন্দা। তাঁরা এক বন্ধুকে বিমান ধরতে সাহায্য করার জন্য অমৃতসর যাচ্ছিলেন। আহত ব্যক্তিকে হোশিয়ারপুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই দুর্ঘটনার তদন্তে নেমেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande