মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমে বাড়িতে আগুন, মৃত্যু ৩ জনের
মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন সদস্যের। মৃতদের মধ্যে দু''জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। শনিবার ভোররাতে গোরেগাঁও পশ্চিমের ভগৎ সিং নগরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকলের
ময়নাগুড়ির পুরাতন বাজারে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক দোকান


মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন সদস্যের। মৃতদের মধ্যে দু'জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। শনিবার ভোররাতে গোরেগাঁও পশ্চিমের ভগৎ সিং নগরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোররাতে খবর পাওয়া যায়, ভগৎ সিং নগরের একটি বাড়িতে আগুন লেগেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল কর্মীরা পৌঁছে ভোররাত ৩.১৬ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।

একটি ঘরের মধ্যে ৩ জন আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে গোরেগাঁওয়ের ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা জানান, ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন - হর্ষদা পাওয়াস্কর (১৯), কুশল পাওয়াস্কর (১২) এবং সঞ্জোগ পাওয়াস্কর (৪৮)। অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। যখন আগুন লাগে, তখন তাঁরা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande