
পাটনা, ১০ জানুয়ারি (হি.স.): তাৎপর্য্যপূর্ণ মন্তব্য করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। শনিবার এক্স মাধ্যমে রোহিণী লেখেন, যখন অহঙ্কার মাথার ওপরে উঠে যায়, বুদ্ধি ও বিচক্ষণতা হ্রাস পায়। কাকে উদ্দেশ্যে করে এই মন্তব্য, তা নিয়ে খোলসা করে কিছু জানাননি রোহিণী। তবে, নিজের পরিবারকে নিজেই যে এই মন্তব্য, তা বলাইবাহুল্য।
শনিবার এক্স মাধ্যমে রোহিণী লেখেন, এত প্রচেষ্টার মাধ্যমে যে মহান উত্তরাধিকার তৈরি এবং প্রতিষ্ঠিত হয়েছিল তা ধ্বংস করার জন্য, বাইরের লোকের কোনও প্রয়োজন নেই। আমাদের এবং আমাদের প্রিয়জনদের মধ্যে নতুনভাবে তৈরি কিছু চক্রান্তই যথেষ্ট। অবাক হওয়ার বিষয় তখন আসে যখন যাদের স্বার্থ পরিচয় দেয়, যাদের স্বার্থ অস্তিত্ব দেয়, সেই পরিচয়ের, অস্তিত্বের চিহ্নগুলি, প্রতারণার আড়ালে, আমাদের নিজস্ব তাদের মুছে ফেলা এবং অপসারণ করতে আগ্রহী হয়ে ওঠে। যখন জ্ঞানের ওপর একটি পর্দা পড়ে যায়, যখন অহঙ্কার মাথার ওপর উঠে যায়, তখন ধ্বংসকারী চোখ, নাক এবং কান হয়ে ওঠে এবং বুদ্ধি এবং বিচক্ষণতা হ্রাস পায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ