মুচোভাকে হারিয়ে ব্রিসবেনের ফাইনালে সাবালেঙ্কা
ব্রিসবেন, ১০ জানুয়ারি (হি.স.): শনিবার ক্যারোলিনা মুচোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা তৃতীয় বছরের মতো ব্রিসবেন ইন্টারন্যাশনাল ফাইনালে উঠেছেন শীর্ষস্থানীয় আরিনা সাবালেঙ্কা । প্যাট রাফটার এরিনায় তার চতুর্থ ম্যাচ পয়েন্টে সেমিফাইনাল জিতে সাবালেঙ্ক
মুচোভাকে হারিয়ে ব্রিসবেনের ফাইনালে সাবালেঙ্কা


ব্রিসবেন, ১০ জানুয়ারি (হি.স.): শনিবার ক্যারোলিনা মুচোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা তৃতীয় বছরের মতো ব্রিসবেন ইন্টারন্যাশনাল ফাইনালে উঠেছেন শীর্ষস্থানীয় আরিনা সাবালেঙ্কা ।

প্যাট রাফটার এরিনায় তার চতুর্থ ম্যাচ পয়েন্টে সেমিফাইনাল জিতে সাবালেঙ্কা রবিবারের ফাইনালে উঠলেন চতুর্থ বাছাই জেসিকা পেগুলা এবং মার্তা কোস্টিউকের মধ্যকার পরবর্তী সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে।

শুক্রবার, গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের রিম্যাচে, সাবালেঙ্কা টানা পাঁচটি সার্ভিস গেমে ম্যাডিসন কিসের সার্ভিস ভেঙে ৬-৩, ৬-৩ ব্যবধানে জয়ের পথে এগিয়ে যান। গত বছর মেলবোর্ন পার্কে, কিস তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতে সাবালেঙ্কাকে হারিয়েছিলেন।

ব্রিসবেন ইন্টারন্যাশনাল হল এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনের একটি টিউনআপ ইভেন্ট, যা ১৮ জানুয়ারী থেকে শুরু হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande