মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে সিন্ধু হেরে গেলেন, ভারতের অভিযান শেষ হল
কুয়ালালামপুর, ১০ জানুয়ারি (হি.স.): শনিবার মরশুমের উদ্বোধনী মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ -এর মহিলা একক সেমিফাইনালে চিনের ওয়াং ঝিইয়ের কাছে সরাসরি গেমে পরাজয়ের মাধ্যমে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর চিত্তাকর্ষক সাফল্যের সমাপ্তি ঘটে। অক্টোবর থেকে পায
মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে সিন্ধু হেরে গেলেন, ভারতের অভিযান শেষ হল


কুয়ালালামপুর, ১০ জানুয়ারি (হি.স.): শনিবার মরশুমের উদ্বোধনী মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ -এর মহিলা একক সেমিফাইনালে চিনের ওয়াং ঝিইয়ের কাছে সরাসরি গেমে পরাজয়ের মাধ্যমে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর চিত্তাকর্ষক সাফল্যের সমাপ্তি ঘটে।

অক্টোবর থেকে পায়ের চোট কাটিয়ে ফিরে আসার পর প্রথম টুর্নামেন্ট খেলতে নেমে, দুইবারের অলিম্পিক পদকজয়ী এই খেলোয়াড় বিশ্বের দ্বিতীয় নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে চাপ ধরে রাখতে লড়াই করেছিলেন, কিন্তু ১৬-২১, ১৫-২১ ব্যবধানে হেরে যান। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে ভারতের অভিযানও শেষ হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande