কলকাতায় যা হয়েছে দুঃখজনক, ইডি-র অভিযান প্রসঙ্গে সুপ্রিয়া সুলে
পুণে, ১০ জানুয়ারি (হি.স.): আইপ্যাকের অফিসে ইডি-র অভিযানে নিন্দা করলেন এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তাঁর কথায়, কলকাতায় যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আই-প্যাক দফতরের ইডি-র অভিযান এবং সেই অভিযান সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা
সুপ্রিয়া সুলে


পুণে, ১০ জানুয়ারি (হি.স.): আইপ্যাকের অফিসে ইডি-র অভিযানে নিন্দা করলেন এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তাঁর কথায়, কলকাতায় যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আই-প্যাক দফতরের ইডি-র অভিযান এবং সেই অভিযান সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সম্পর্কে শনিবার এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, কলকাতায় যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আই-প্যাকের বিরুদ্ধে একটি অভিযান হয়েছিল এবং তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কিত সমস্ত ফাইল কেড়ে নেওয়া হয়েছিল। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমরা এই ধরণের যে কোনও পদক্ষেপের নিন্দা জানাই। মমতাকে লড়াকু নেত্রী আখ্যা দিয়ে সুপ্রিয়া বলেন, যদি আমাদের ব্যক্তিগত তথ্য কেড়ে নেওয়া হয়, তা মোটেও কাম্য নয়। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande