কুয়াশায় ফের অদৃশ্য তাজমহল, হাড়কাঁপানো ঠান্ডা উত্তর প্রদেশে
আগ্রা, ১০ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশায় ফের অদৃশ্য হয়ে গেল তাজমহল। শনিবার সকালে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায় আগ্রা শহর। কুয়াশা এতটাই বেশি ছিল যে, তাজ ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল না তাজমহলকে। কুয়াশার আড়ালে তাজমহল সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। শুধ
কুয়াশায় ফের অদৃশ্য তাজমহল, হাড়কাঁপানো ঠান্ডা উত্তর প্রদেশে


আগ্রা, ১০ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশায় ফের অদৃশ্য হয়ে গেল তাজমহল। শনিবার সকালে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায় আগ্রা শহর। কুয়াশা এতটাই বেশি ছিল যে, তাজ ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল না তাজমহলকে। কুয়াশার আড়ালে তাজমহল সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। শুধু কুয়াশা নয়, জমজমাট ঠান্ডাও ছিল তাজনগরী আগ্রায়।

উত্তর প্রদেশের মোরাদাবাদেও এদিন সকালে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। ছিল ঘন কুয়াশার দাপট। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। শুধুমাত্র উত্তর প্রদেশ নয়, এদিন সকালে ঘন কুয়াশার দাপট দেখা যায় বিহারের রাজধানী পাটনায়। রাজস্থানের উদয়পুর শহরও ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande