দেশ গঠনে যুবকরা অপরিহার্য, জানালেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য। বললেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। শনিবার নতুন দিল্লিতে ''বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬''-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গ
মনসুখ মান্ডভিয়া


নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য। বললেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। শনিবার নতুন দিল্লিতে 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই সংলাপ তরুণ নেতাদের প্রযুক্তি, উদ্যোক্তা, শাসনব্যবস্থা, স্থায়িত্ব এবং সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে সমাধান প্রদানে অবদান রাখতে উৎসাহিত করে।

মন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার জন্য যুবসমাজের প্রতিভা ও সৃজনশীলতা চিহ্নিত করার একটি প্রক্রিয়া হলো এই সংলাপ। মন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের জনসংখ্যাগত সুবিধা হলো এর সবচেয়ে বড় শক্তি এবং সাহসী ধারণা ও উদ্ভাবনের মাধ্যমে যুবসমাজকে ক্ষমতায়ন করাই দেশকে একটি বিকশিত রাষ্ট্রে রূপান্তরিত করার চালিকাশক্তি হবে। তরুণ নেতাদের এই সংলাপের গুরুত্ব তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই প্ল্যাটফর্মটি দেশ গঠনে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande