হালিশহরে যৌথ উদ্যোগে তৈরি হবে ভাসমান ফ্লোটেল
মৌসুমী সেনগুপ্ত উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি স): হালিশহরে ডানলপ ফেরিঘাটে যৌথ উদ্যোগে তৈরি হবে ভাসমান ফ্লোটেল। রবিবার প্রতিবেদককে একথা জানান হালিশহর মিউনিসিপালিটির চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। দীর্ঘদিন ধরে হালিশহর মিউনিসিপালিটির পর্যটন আবাসের গা-ঘে
ফেরিঘাট


মৌসুমী সেনগুপ্ত

উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি স): হালিশহরে ডানলপ ফেরিঘাটে যৌথ উদ্যোগে তৈরি হবে ভাসমান ফ্লোটেল। রবিবার প্রতিবেদককে একথা জানান হালিশহর মিউনিসিপালিটির চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ।

দীর্ঘদিন ধরে হালিশহর মিউনিসিপালিটির পর্যটন আবাসের গা-ঘেঁষে গঙ্গার ওই অব্যবহৃত ঘাটটি অত্যন্ত অপরিচ্ছন্ন হয়ে আছে। আগে ওপারে সাহাগঞ্জে ছিল ডানলপের কারখানা। এপার থেকে ফেরিতে ওপারে যাওয়াআসার জন্য ঘাটটির নাম হয় ডানলপ ফেরিঘাট।

ডানলপের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর ঘাটটির গুরুত্ব কমতে থাকায় সংস্কারের কাজও বন্ধ হয়ে যায়। ঠিক ওই অংশ দিয়ে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। যদিও পাশেই তৈরি হয় জেটি। গোটা তল্লাটের নানা ধরণের বিগ্রহ বিসর্জন হয় ওই ঘাটে। রবিবার ওখানে গিয়ে দেখা যায় অনেকটা অংশ জুড়ে কয়েকশো নানা মাপের বিগ্রহের খড়ের কাঠামো বা কঞ্চির চালচিত্র ছড়িয়ে। চূড়ান্ত দৃশ্যদূষণ।

কেন এরকম বেহাল অবস্থা? এই প্রশ্নের উত্তরে শুভঙ্কর ঘোষ ওই অবস্থা স্বীকার করে বলেন, “পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) মডেলে ওখানে একটা ফ্লোটেল তৈরি হবে। এ ব্যাপারে কাজ অনেকটা এগিয়েছে। বেশ কয়েক কোটি টাকার প্রকল্প। ওটা হয়ে গেলে জায়গাটা দৃষ্টিনন্দন হয়ে যাবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande