
মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.): আন্তর্জাতিক মঞ্চে ফের শক্তিশালী উপস্থিতি ভারতীয় সিনেমার। সুপারস্টার ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং অনুপম খেরের অভিনীত ছবি ‘তন্বী দ্য গ্রেট’ ২০২৬ সালের ৯৮তম অস্কার পুরস্কারের দৌড়ে সেরা ছবির তালিকায়। অস্কার ২০২৬-এর কাউন্টডাউন শুরু হতেই এই দুই ভারতীয় ছবির অন্তর্ভুক্তিকে বড় সাফল্য হিসেবে দেখছে বি-টাউন।
এই ঐতিহাসিক সাফল্যে ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর নির্মাতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুক্রবার এই ছবির টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সংস্কৃতির শিকড়ে প্রোথিত ও আধ্যাত্মিক ভাবনায় অনুপ্রাণিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২৬ (অস্কার)-এর সেরা ছবির দৌড়ে স্থান পাওয়া আমাদের কাছে গর্ব ও সৌভাগ্যের।”
উল্লেখ্য, ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ২০২৫ সালের ২ অক্টোবর মুক্তি পায়। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘কান্তারা’-র প্রিক্যুয়েল, যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। অস্কারের মঞ্চে এই ছবির উপস্থিতি ভারতীয় সিনেমার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও এক ধাপ এগিয়ে দিল।
একই সঙ্গে অনুপম খের অভিনীত ‘তন্বী দ্য গ্রেট’-এর অস্কার দৌড়ে অন্তর্ভুক্তিও ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য