
কলকাতা, ১২ জানুয়ারি ( হি. স.) : আগামী ২২ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়া থেকে সরাসরি মেট্রোয় চেপে সল্টলেক বইমেলা প্রাঙ্গণে পৌঁছনো যাবে। পাশাপাশি, বইমেলা প্রাঙ্গণ থেকেই মেট্রোর টিকিট কাটার সুবিধাও থাকছে।সোমবার আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রবীণ দর্শনার্থীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও থাকছে মেডিকেল ডেস্ক, জরুরি পরিষেবার জন্য। প্রযুক্তির দিক থেকেও আধুনিক হচ্ছে এবারের মেলা—গুগল কানেক্টেড থাকবে পুরো বইমেলা প্রাঙ্গণ, যাতে দর্শনার্থীরা সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।এবছরের বইমেলার থিম দেশ হিসেবে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। তবে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আয়োজকরা।আয়োজক সংস্থা স্পষ্ট করেছে, কোনও রাজনৈতিক সংগঠনকে মেলায় স্টল দেওয়া হবে না, তবে তাদের মুখপত্র বা পত্রিকাকে জায়গা দেওয়া হবে। পাশাপাশি, বই বিক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখে দোকানের মাপ ও বইয়ের মূল্যের ভিত্তিতে ইন্সুরেন্সের ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে পাঠক ও প্রকাশকদের জন্য নিরাপদ ও আধুনিক বইমেলার প্রতিশ্রুতি দিচ্ছেন আয়োজকরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়