
কৃষ্ণনগর, ১২ জানুয়ারি (হি. স.) : বইপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার থেকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের মাঠে শুরু হলো ৪১তম নদিয়া জেলা বইমেলা। কনকনে শীতের আমেজ গায়ে মেখে চলতি বছরের প্রথম মাসেই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন পাঠকরা। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। এবছর ‘বন্দেমাতরম’ সঙ্গীতের তাৎপর্য এবং তার ১৫০তম বর্ষপূর্তিকে বিশেষভাবে সম্মান জানাতে মূল মঞ্চটির নামকরণ করা হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, অতিরিক্ত জেলাশাসক সৈকত গাঙ্গুলি, সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, কবি দেবদাস আচার্য এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভময় মিত্র প্রমুখ। সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শুভময় সরকার।
এবারের বইমেলার শিরোনাম রাখা হয়েছে— ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। উদ্বোধনী ভাষণে বক্তারা বাংলা ভাষার সমৃদ্ধি এবং বর্তমান প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। মেলা প্রাঙ্গণে ছোট-বড় বহু নামী প্রকাশনী সংস্থার স্টল যেমন রয়েছে, তেমনই স্থানীয় লেখকদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। বই কেনাবেচার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মূল মঞ্চে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামোর দিকে কড়া নজর রাখা হচ্ছে। ১৮ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বইপ্রেমীদের জন্য খোলা থাকবে এই মেলা প্রাঙ্গণ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত