
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): জরুরি চিকিৎসার কারণে এয়ার ইন্ডিয়া-র একটি বিমান জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে দিল্লি থেকে বিজয়ওয়াড়াগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মেডিক্যাল ইমার্জেন্সির কারণে জয়পুরে ঘুরিয়ে আনা হয়, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এআই ২৫১৭ বিমানে এক জন বয়স্ক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। যার ফলে বিমান জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানেই অসুস্থ যাত্রীকে বিমান থেকে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বিমানের ওই যাত্রীর সিট সংখ্যা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ