
সোলান, ১২ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের সোলান জেলায় ভয়াবহ আগুন লাগল একটি বহুতলে। রবিবার গভীর রাতে সোলান জেলার আর কি শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ইউকো ব্যাঙ্ক ভবনের কাছে ভয়াবহ আগুন লাগে। সোলান জেলার পুলিশ সুপার গৌরব সিং বলেন, এই ঘটনায় ৫টি শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এবং দমকল বাহিনীর দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য এনডিআরএফ এবং এসডিআরএফের দলকেও ডাকা হয়েছে।
দমকল আধিকারিক আর.কে. শর্মা বলেন, আমরা ভোররাত ২:৫৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ৬টি দমকলের ইঞ্জিন উপস্থিত ছিল। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। অনুসন্ধান অভিযান এখনও চলছে। আগুন সম্পূর্ণরূপে নেভানো পর্যন্ত দলটি কাজ চালিয়ে যাবে। এসডিআরএফ এবং হোমগার্ড দলও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরকি তহসিলদার এবং রেভিনিউ অফিসার বিপিন শর্মা বলেন, ৫টি শিশু-সহ ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। দু'টি পরিবারের ৯ জন এখানে থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ৫টি দেহাংশ উদ্ধার হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ