
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): অতি অল্প সময়ে অনেক বড় মঞ্চে পরিণত হয়েছে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ-এর সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনী ধারণা, শক্তি এবং উদ্দেশ্য নিয়ে, যুব শক্তি দেশ গঠনের অগ্রভাগে রয়েছে। তিনি নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (ভিবিওয়াইএলডি) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় উল্লেখ করেন, ২০৪৭ সালে যখন দেশ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন আজকের যুবসমাজের জীবনের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে। এটি একটি সুবর্ণ সুযোগ। তিনি আরও বলেন, তাদের সক্ষমতা ভারতের সক্ষমতা হয়ে উঠবে এবং তাদের সাফল্য ভারতের সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণ নেতাদের সংলাপ একটি ঐতিহাসিক এবং অনন্য উদ্যোগ যা অল্প সময়ের মধ্যেই একটি বিশাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, এটি দেশের উন্নয়নে যুবসমাজের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। মোদী বলেন, সংলাপটি একটি নিজস্ব থিঙ্ক ট্যাঙ্কে পরিণত হয়েছে, যা দেখায় যে ভারতের জেনারেল জেড সৃজনশীলতায় পরিপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, গত দশকে আমরা যে ধারাবাহিক সংস্কার শুরু করেছি তা এখন সংস্কার এক্সপ্রেসে রূপান্তরিত হয়েছে, যার মূলে রয়েছে যুবসমাজ। জিএসটিতে পরবর্তী প্রজন্মের সংস্কারগুলি তরুণ এবং উদ্যোক্তাদের জন্য প্রক্রিয়াগুলি সহজ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ