শুনানিতে তলব করা নিয়ে নৌসেনার প্রাক্তন কর্তার ক্ষোভ, জবাব দিল কমিশন
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : এসআইআর শুনানিতে তলব করা নিয়ে নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল গোয়ার অরুণ প্রকাশ প্রতিবাদ করেছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন নৌসেনাপ্রধানকেও কেন পরিচয়
শুনানিতে তলব করা নিয়ে নৌসেনার প্রাক্তন কর্তার


নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : এসআইআর শুনানিতে তলব করা নিয়ে নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল গোয়ার অরুণ প্রকাশ প্রতিবাদ করেছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন নৌসেনাপ্রধানকেও কেন পরিচয় প্রমাণের জন্য এসআইআর-এর নোটিস?

এই নিয়ে বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে সোমবার মুখ খুলল নির্বাচন কমিশন। কী কারণে তাঁকে ডাকা হয়েছে, তারও ব্যখ্যা দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, ফর্মে পূর্ববর্তী এসআইআর সম্পর্কিত তথ্য তিনি পূরণ করেননি।

এলাকার ইআরও মেডোরা এরমোমিল্লা ডি’কোস্টা বলেন, “এনুমারেশন ফর্মটি খতিয়ে দেখা হয়েছে। সেখানে পূর্ববর্তী এসআইআর সম্পর্কিত তথ্য যেমন ভোটারের নাম, এপিক নম্বর, আত্মীয়ের নাম, বিধানসভা কেন্দ্রের নাম এবং নম্বর, অংশ নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর ইত্যাদির উল্লেখ ছিল না। ফলে বিএলও অ্যাপ এনুমারেশন ফর্ম এবং বিদ্যমান ভোটার তালিকার সঙ্গে সংযোগস্থাপন করতে পারেনি। কারণ, তার জন্য দরকার শনাক্তকরণের প্রয়োজনীয় তথ্য। সেগুলিই ছিল না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande