
কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): ওয়ানডেতে আরেকটি সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েও বিরাট কোহলি(৯৩) ব্যর্থ হলেন। এদিন শচীন তেণ্ডুলকরের একটি রেকর্ড ভাঙলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের নজির গড়তে পারলেন না। তবে তিন ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রান করে ফেললেন তিনি।
তাঁর বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ার পর ভারত চাপে পড়ে যায়। তবে শেষ দিকে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভাদোদারায় রবিবার প্রথম ওয়ানডেতে কিউইদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। নিউজিল্যান্ডের দেওয়া ৩০১ রানের লক্ষটা ৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩০০/৮ (ড্যারিল ৮৪, সিরাজ ৪০/২, হর্ষিত ৬৫/২)
ভারত: ৩০৬/৬ (কোহলি ৯৩, গিল ৫৬, আইয়ার ৪৯,জেমিসন ৪১/৪)
ভারত ৪ উইকেটে জয়ী।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি