শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো শ্রীলঙ্কা
ডাম্বুলা, ১২ জানুয়ারি (হি.স.): ডাম্বুলায় রবিবার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে আট ওভার কমিয়ে করা হয়েছিল বারো ওভার। আগে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ১৬০ রানের বিশাল পুঁজি দাঁড় করায় স্বাগ
শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ১৩ বছরের আক্ষেপ ঘোচাল শ্রীলঙ্কা


ডাম্বুলা, ১২ জানুয়ারি (হি.স.): ডাম্বুলায় রবিবার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে আট ওভার কমিয়ে করা হয়েছিল বারো ওভার। আগে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ১৬০ রানের বিশাল পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে শুরুটা ভালো করলেও ১৪৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

এই জয়ে ১৩ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটাল শ্রীলঙ্কা। ঘরের মাঠে এর আগে সবশেষ ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছিল তারা।

এদিকে, শ্রীলঙ্কার এই জয়ে ১-১ ব্যবধানে শেষ হলো সিরিজ। এর আগে প্রথম ম্যাচ জিতেছিল পাকিস্তান আর বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় টি-টোয়েন্টি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande