
ম্যানচেস্টার, ১২ জানুয়ারি (হি.স.): এফএ কাপের তৃতীয় রাউন্ডে রবিবার পোর্টসমাউথের বিপক্ষে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান মার্তিনেল্লি। আর তার সুবাদে ৪-১ গোলের জয়ে চতুর্থ রাউন্ডে পা রাখল প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।
তৃতীয় মিনিটে পিছিয়ে পড়া আর্সেনাল অষ্টম মিনিটে সমতায় ফেরে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। ২৫ মিনিটে দলকে এগিয়ে নেন মার্তিনেল্লি। প্রথমার্ধের শেষ দিকে আর্সেনাল পেনাল্টি পেলেও, বাইরে মারেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে। এরপর ৫১ ও ৭২ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক করেন মার্তিনেল্লি।
এই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হল ৯টি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি