
কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.) : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চম চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এবারও এসআইআর প্রক্রিয়া নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।
ফের একবার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মমতা। সঙ্গে একগুচ্ছ সমস্যার কথা জানিয়েছেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে দু’টি গুরুত্বপূর্ণ বিষয় চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এসআইআর শুনানির জন্য প্রয়োজনীয় নথি জমা নেওয়ার পরেও আবেদনকারীদের কোনও অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকারের বার্তা দেওয়া হচ্ছে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ