
হাওড়া, ১২ জানুয়ারি ( হি. স.) : কুখ্যাত আন্তর্জাতিক গ্যাংস্টার লরেন্স বিশ্নোই চক্রের তিন সদস্যকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশ ও পঞ্জাব পুলিশের এসটিএফ টিম যৌথভাবে এই অভিযান চালায়। ধৃতদের নাম করণ পাঠক, তরুণদ্বীপ সিংহ ও আকাশ দীপ সিংহ। তিনজনেরই বাড়ি পঞ্জাবে এবং তারা দীর্ঘদিন ধরে পঞ্জাব পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল।সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনের ঘটনায় ধৃত তিনজন সরাসরি যুক্ত। গত ১৫ ডিসেম্বর ওই খুনের ঘটনার পর তারা প্রথমে কলকাতায় গোপনে আশ্রয় নেয়, পরে কয়েকদিন সিকিমের গ্যাংটকে থাকে। সেখান থেকে ফের কলকাতায় ফিরে একটি হোটেলে আত্মগোপন করে। এরপর অন্যত্র পালানোর পরিকল্পনায় রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে গেলে তারা পুলিশের জালে ধরা পড়ে।সাদা পোশাকে পুলিশ স্টেশন চত্বরে নজরদারি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। যাত্রীদের ভিড়ের মধ্যেই তিন দুষ্কৃতিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের দাবি, ধৃতদের বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ছাড়াও অভিনেতা সালমান খান ও কপিল শর্মাকে খুনের হুমকির অভিযোগ রয়েছে।সোমবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে এদিন ট্রানজিট রিমান্ডে তাদের পঞ্জাবে নিয়ে যাওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়