
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): সংসদে ই-সিগারেট খাওয়া প্রসঙ্গে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা জানালেন, নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংসদের ভেতরে ই-সিগারেট বিতর্কের বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, তদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মপরিকল্পনা তৈরি করা হবে এবং কমিটির কাছে পাঠানো হবে এবং প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। কারও পক্ষে সংসদের মর্যাদা নষ্ট করা সম্ভব হবে না। এটি একটি দায়িত্ব। আপনাকে সংসদের ভেতরে শালীনতা বজায় রাখতে হবে এবং যে শালীনতা বজায় রাখবে না তাকে সংসদের নিয়ম ও পদ্ধতি অনুসারে শাস্তি দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ