নাগাল্যান্ডে ৫৩.২৮ কোটি টাকার জিএসটি জালিয়াতি, গ্ৰেফতার মাইনিং ফার্মের ডিরেক্টর আতিকুর
ডিমাপুর, ১২ জানুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডে ৫৩.২৮ কোটি টাকার ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ (জিএসটি) জালিয়াতির অভিযোগে দু-দুটি মাইনিং ফার্মের ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, ডিমাপুরে অবস্থিত
জিএসটি_প্রতিনিধিত্বমূলক ছবি


ডিমাপুর, ১২ জানুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডে ৫৩.২৮ কোটি টাকার ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ (জিএসটি) জালিয়াতির অভিযোগে দু-দুটি মাইনিং ফার্মের ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, ডিমাপুরে অবস্থিত সেন্ট্রাল জিএসটি (সিজিএসটি)-র অ্যান্টি-ইভাশন ইউনিট দু-দুটি মাইনিং ফার্মের ডিরেক্টর আতিকুর রহমান বডভুইয়াঁকে গ্রেফতার করেছে। আধিকারিক সূত্র জানিয়েছে, সিজিএসটি-র তদন্তে ধরা পড়েছে, কোনও প্রকৃত পণ্য সরবরাহ না করে ভুয়া ইনভয়েস ইস্যু ও গ্রহণের মাধ্যমে বেআইনিভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত আতিকুর রহমান বড়ভুইয়াঁ বেংদাংতোশি মাইনিং প্রাইভেট লিমিটেড এবং কেভিথো মাইনিং প্রাইভেট লিমিটেড, এই দুই সংস্থার ডিরেক্টর। দুই সংস্থাই কয়লা ও কোক সরবরাহের সঙ্গে যুক্ত বলে সিজিএসটি-র আধিকারিক সূত্রে জানা গেছে।

সিজিএসটির দাবি, জিএসটি রিটার্ন খতিয়ে দেখে জানা গেছে, বেংদাংতোশি মাইনিং প্রাইভেট লিমিটেড প্রায় ২৭.৫২ কোটি টাকা এবং কেভিথো মাইনিং প্রাইভেট লিমিটেড প্রায় ২৫.৭৬ কোটি টাকার ভুয়া আইটিসি নিয়েছে। ফলে মোট জালিয়াতির অঙ্ক ৫৩.২৮ কোটি টাকা।

তদন্তকারীরা জানান, সংস্থাগুলি কোনও পণ্যের বাস্তব চলাচল ছাড়াই ইনভয়েস ইস্যু করেছিল এবং ই-ওয়ে বিল, পরিবহণ সংক্রান্ত নথি ও ব্যাংক স্টেটমেন্টের মতো বাধ্যতামূলক দলিল দেখাতে ব্যর্থ হয়েছে। সিজিএসটি আধিকারিকরা জানান, ফিজিক্যাল ভেরিফিক্যাশনে দেখা গেছে, রেজিস্ট্রিকৃত ঠিকানায় সংস্থাগুলি হয় অস্তিত্বহীন, নয়তো অচল, যা লেনদেনের সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে।

তদন্তের ভিত্তিতে গত ১০ জানুযারি গ্রেফতারকৃত আতিকুর রহমান বড়ভুইয়াঁর বিরুদ্ধে সিজিএসটি আইন, ২০১৭-এর পণ্য সরবরাহ ছাড়া ইনভয়েস জারি এবং ভুয়া আইটিসি নেওয়ার সঙ্গে সম্পর্কিত আমলযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য বিবেচনায় ১৩২(১)(বি) এবং ১৩২(১)(সি) ধারায় মামলা করা হয়েছে। জিএসটি জালিয়াতি চক্রে জড়িত অন্যান্য সংস্থা ও ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande