
দক্ষিণ ২৪ পরগনা, ১২ জানুয়ারি (হি.স.): সাগর মেলায় এসে আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা, ৬৪ বছরের সন্তলালকে হেলিকপ্টার ব্যবহার করে কলকাতায় হাসপাতালে পাঠানো হল। ওই ব্যক্তি উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে কলকাতা এনে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে।
অসুস্থ ব্যক্তির নাম সন্তলাল| জানা যায়, অসুস্থ ব্যক্তির বয়স ৬৪। তাঁর আরও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। হ্যাম রেডিওর সদস্যরা তাঁর আত্মীয়দের খুঁজে বার করার চেষ্টা করছেন। জ্ঞান ফিরলে ওই ব্যক্তির পরিচয় আরও নিশ্চিতভাবে জানা যাবে। উল্লেখ্য, গঙ্গাসাগরে আসা কোনও পুণ্যার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে প্রশাসনের তরফে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ