রাফিনহার জোড়া গোলে আবারও চ্যাম্পিয়ন বার্সিলোনা
জেড্ডা, ১২ জানুয়ারি (হি.স.): সুপার কোপাতে রোমাঞ্চকর এক লড়াইয়ে আবারও চ্যাম্পিয়ন বার্সিলোনা। রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে আবারও শিরোপা জিতল হ্যান্সি ফ্লিকের দল। টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা জিতল ব
সুপার কোপা: রাফিনহার জোড়া গোলে আবারও চ্যাম্পিয়ন বার্সিলোনা


জেড্ডা, ১২ জানুয়ারি (হি.স.): সুপার কোপাতে রোমাঞ্চকর এক লড়াইয়ে আবারও চ্যাম্পিয়ন বার্সিলোনা। রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে আবারও শিরোপা জিতল হ্যান্সি ফ্লিকের দল।

টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা জিতল বার্সিলোনা। গত আসরের ফাইনালে কাতালান দলটি জিতেছিল ৫-২ গোলে।

সুপার কাপের ফাইনালে রিয়াল ও বার্সার লড়াইটা চলল সমানে সমান। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। গোলের সূচনা করেন রাফিনহা। ৩৬ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।

ম্যাচের রোমাঞ্চটা শুরু হয় প্রথমার্ধে বাড়ানো সময়ে। ৫ মিনিটে দুই দল তিনটি গোল করে। প্রথম যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস।

তার দুই মিনিট পরই পেদ্রির পাস থেকে বার্সাকে আবারও ব্যবধান বাড়ান লেভানডোভস্কি। তবে থেমে থাকেনি রিয়াল, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।

৭২ মিনিটে আবারও তৃতীয় গোলের দেখা পায় কাতালান দলটি। রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়। বার্সিলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনহার সপ্তম গোল এটি। ফ্লিকের কোচিংয়ে বার্সিলোনার চতুর্থ ট্রফি এটি।

ফেভারিট হিসেবে মাঠে নেমে বার্সিলোনা ৬৮ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে। রিয়ালের ১২ শটের ১০টি লক্ষ্যে ছিল।

এই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম হারের দেখা পেল রিয়াল মাদ্রিদ। অক্টোবরের ক্লাসিকোয় জিতে লা লিগায় ৫ পয়েন্টে এগিয়ে যাওয়া আলোন্সোর দল এখন বার্সিলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande