
কলকাতা, ১২ জানুয়ারি ( হি. স.) :সোমবার ভোরবেলা কলকাতার ব্যস্ত রেড রোডে চোখের সামনে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। মাল বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি বাতিস্তম্ভ ভেঙে দেয়, তারপর রেড রোডের পাঁচিলে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর লরিটি ছিটকে এসে বি আর আম্বেদকরের মূর্তির সামনে গিয়ে থামে। অল্পের জন্য বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় ঐতিহাসিক মূর্তিটি।প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরের দিকে গঙ্গাসাগরমুখী একটি বাস হঠাৎ সামনে চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। বাসটিকে বাঁচাতে গিয়েই লরিটি দিক পরিবর্তন করে এবং দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে রেড রোডে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।দুর্ঘটনার পর লরির কেবিনে চালক আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ। লরির গেট কেটে আহত চালককে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাসটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়