
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): আগুন লাগল বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বাড়িতে। বুধবার সকালে রবিশঙ্করের বাড়িতে আগুন লাগে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্তে এসেছে। বুধবার সকালে বিজেপি সাংসদ রবিশঙ্করের দিল্লির বাসভবনে আগুন লাগে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান ফরেনসিক দলের কর্মীরাও।
সাব-ফায়ার অফিসার সুরেশ এম বলেন, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে যাই। একটি ঘরে আগুন লেগেছিল, যা এখন নেভানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন অধিকারিককেও বিষয়টি জানিয়েছি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনও ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ