
চেন্নাই, ১৪ জানুয়ারি (হি.স.): সমস্ত ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বুধবার চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে পোঙ্গল উৎসবে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরের মাসে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতে মর্যাদাপূর্ণ এআই ইমপ্যাক্ট সামিট আয়োজন করা হবে। সমাজের সমস্ত গোষ্ঠী এবং সরকার ও সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ অংশীদাররা আমাদের বাস্তুতন্ত্রে, তা সে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, সরবরাহ অথবা উৎপাদন যাই হোক না কেন, এআই কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করছে। আমি আইআইটি মাদ্রাজ থেকে বলছি। গত বছর, ভারত সরকার আমাদের শিক্ষায় এআই-এর জন্য একটি উৎকর্ষ কেন্দ্র দিয়েছে এবং আমরা আইআইটি মাদ্রাজকে সেই উৎকর্ষ কেন্দ্র হিসেবে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এআই ইমপ্যাক্ট সামিটের পাশাপাশি শিক্ষার জন্য এআই-এর কেন্দ্রের অগ্রগতি পর্যালোচনা করতে আমি এখানে এসেছি।
তিনি আরও বলেন, পোঙ্গলের এই শুভদিনে, দেশ কীভাবে ভারতীয় শিক্ষা বাস্তুতন্ত্রে এআই যুক্ত করবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। গতকাল আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব শিক্ষাদান এবং শেখার পদ্ধতিতে প্রযুক্তি-সচেতন হয়ে উঠবে, এআই ব্যবহার করবে। বিশ্বব্যাপী চাহিদা বিবেচনা করে একটি নতুন কোর্স পাঠ্যক্রম তৈরি করা হবে। দ্বিতীয়ত, প্রতি বছর আমরা অনেক ডক্টরেট ছাত্র, পিএইচডি ছাত্র তৈরি করছি। এখনও পর্যন্ত, ভারতীয় বাস্তুতন্ত্রে, আমাদের পিএইচডি শিক্ষাবিদদের জন্য, বিজ্ঞানীদের জন্য এবং মানসম্পন্ন গবেষণাপত্রের জন্য অগ্রাধিকার ছিল। কিন্তু এখন আমি সমগ্র ভারতীয় শিক্ষা বাস্তুতন্ত্রের কাছে আবেদন করছি যে তাঁরা সমস্যা, জাতীয় অগ্রাধিকার এবং জাতীয় মিশনের উপর মনোযোগ দিন। আমরা যে তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তা স্কুল থেকে গবেষণা পর্যন্ত ফোকাস করবে। শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাদানের মাধ্যম এবং বোধগম্যতার মাধ্যম হবে মাতৃভাষা। সমস্ত ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ