কৃষকরা দেশ গঠনে শক্তিশালী অংশীদার : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): দেশের অন্নদাতাদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, কৃষকরা দেশ গঠনে শক্তিশালী অংশীদার। প্রধানমন্ত্রী বুধবার সকালে নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের বাসভবনে পোঙ্গল উৎসবে যোগ দেন। এ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): দেশের অন্নদাতাদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, কৃষকরা দেশ গঠনে শক্তিশালী অংশীদার। প্রধানমন্ত্রী বুধবার সকালে নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের বাসভবনে পোঙ্গল উৎসবে যোগ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় সমস্ত সভ্যতাই ফসলের সঙ্গে সম্পর্কিত কোনও না কোনও উৎসব উদযাপন করে। তামিল সংস্কৃতিতে, কৃষককে জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। আমাদের কৃষকরা দেশ গঠনে শক্তিশালী অংশীদার। তাঁদের প্রচেষ্টা থেকে আত্মনির্ভর ভারত অভিযান ব্যাপক শক্তি অর্জন করছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্ষমতায়নের জন্যও নিরন্তর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মাত্র কয়েক মাস আগে, আমি তামিলনাড়ুতে প্রাকৃতিক কৃষিকাজ সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিয়েছিলাম, যেখানে আমি আমাদের তামিল তরুণদের দ্বারা চমৎকার কাজ করা দেখেছি। তাঁরা মাঠে কাজ করার জন্য লাভজনক পেশাদার ক্যারিয়ার ছেড়ে আসছে। আমি তাদের সঙ্গে দেখা করেছি। আমি কৃষির সঙ্গে জড়িত আমার তরুণ তামিল বন্ধুদের সুস্থায়ী কৃষিতে বিপ্লব আনার জন্য এই প্রচারণা আরও সম্প্রসারণের জন্য অনুরোধ করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande