
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, মকর সংক্রান্তিতে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। তিল এবং গুড়ের মিষ্টতায় পরিপূর্ণ, ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরার এই মুহূর্ত সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক। সূর্যদেব সকলের মঙ্গল করুন। উত্তরায়ণ উপলক্ষ্যেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি মাঘ বিহু উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ