মকর সংক্রান্তিতে প্রয়াগের সঙ্গমে পুণ্যস্নান ভক্তদের, আঁটোসাঁটো নিরাপত্তা
প্রয়াগরাজ, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির পুণ্যলগ্নে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নান করলেন অসংখ্য ভক্তরা। হাঁড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পুণ্যার্থীরা পুণ্যস্নান করেন। প্রচণ্ড ঠান্ডাকে উপেক
মকর সংক্রান্তিতে প্রয়াগের সঙ্গমে পুণ্যস্নান ভক্তদের, আঁটোসাঁটো নিরাপত্তা


প্রয়াগরাজ, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির পুণ্যলগ্নে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নান করলেন অসংখ্য ভক্তরা। হাঁড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পুণ্যার্থীরা পুণ্যস্নান করেন। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন বুধবার পুণ্যস্নানে অংশ নিয়েছেন।

মেলা প্রাঙ্গণ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ ড্রোনের মাধ্যমে নজরদারি চালায় প্রশাসন। মেলার এসপি নীরজ কুমার পান্ডে বলেন, মধ্যরাত থেকে মকর সংক্রান্তির পবিত্র স্নান শুরু হয়েছে। যদিও ১৫ তারিখ মূল স্নানের দিন, তবুও ভক্তরা পবিত্র স্নান করতে ধারাবাহিকভাবে আসছেন। সকাল ৬টা নাগাদ প্রায় ৯.৫ লক্ষ মানুষ ইতিমধ্যেই পবিত্র স্নান সেরে ফেলেছেন।

প্রয়াগরাজের মাঘ মেলায় আগত তীর্থযাত্রীরা সরকারি ব্যবস্থার প্রশংসা করেছেন। তাঁরা বলেন, কুম্ভ মেলার মতো সুযোগ-সুবিধাগুলি সুপরিকল্পিত। লক্ষ লক্ষ ভক্ত কোনও অসুবিধা ছাড়াই প্রতিদিন সঙ্গমে পবিত্র স্নান করছেন। শুধুমাত্র প্রয়াগের সঙ্গম নয়, মকর সংক্রান্তিতে পবিত্র স্নানের জন্য ভক্তরা অযোধ্যার সরযূ ঘাটেও ভিড় জমান। কনকনে ঠান্ডা সত্ত্বেও, ভোর ৪টে থেকে সকল বয়সের মানুষ স্নান করেন, তারপরে রাম লালা এবং হনুমানগড়িতে প্রার্থনা এবং দর্শন করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande