হরিদ্বারে পুণ্যস্নান পুণ্যার্থীদের, অযোধ্যাতেও আস্থার ডুব ভক্তদের
হরিদ্বার, ১৪ জানুয়ারি (হি.স.): একাদশী এবং মকর সংক্রান্তি উপলক্ষ্যে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করলেন অসংখ্য ভক্তরা। বুধবার সকালে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই হরিদ্বারের হর কি পৌরীর গঙ্গা ঘাটে বিপুল সংখ্যক ভক্ত পুণ্যস্নান করেন। উত্তর প্রদেশের অযোধ্য
হরিদ্বারে পুণ্যস্নান পুণ্যার্থীদের, অযোধ্যাতেও আস্থার ডুব ভক্তদের


হরিদ্বার, ১৪ জানুয়ারি (হি.স.): একাদশী এবং মকর সংক্রান্তি উপলক্ষ্যে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করলেন অসংখ্য ভক্তরা। বুধবার সকালে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই হরিদ্বারের হর কি পৌরীর গঙ্গা ঘাটে বিপুল সংখ্যক ভক্ত পুণ্যস্নান করেন। উত্তর প্রদেশের অযোধ্যাযতেও মকর সংক্রান্তিতে ভক্তরা সরযূ নদীতে পবিত্র স্নান করেন এবং প্রার্থনা করেন।

সরযূ নদীতে পবিত্র স্নানের পর হনুমানগড়িতে পূজার্চনা করেন ভক্তরা। বিপুল সংখ্যক ভক্তরা রামমন্দির গিয়েও ভগবান রামের দর্শন করেন। এক পুণ্যার্থী জানান, আমরা খুব খুশি বোধ করছি। জায়গাটা খুবই পরিষ্কার এবং পবিত্র, যা সত্যিই মনোরম। এটি আমাদের দ্বিতীয়বারের মতো এখানে আসা এবং আমরা সবেমাত্র দর্শন শেষ করেছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande