
ওয়াশিংটন, ১৫ জানুয়ারি (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রর প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কয়েকটি দেশের নামও উল্লেখ করা হয়েছে। অভিবাসন নিয়ে আরও কড়া হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রর প্রশাসনের আশঙ্কা, সংশ্লিষ্ট দেশগুলির কিছু আবেদনকারী ভবিষ্যতে মার্কিন নাগরিকদের জনকল্যাণ প্রকল্পের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, যা দেশের অর্থনৈতিক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
বুধবার (ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ) মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র টমি পিগট জানান, বর্তমান অভিবাসন আইন অনুযায়ী যাচাই ও বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা না হওয়া পর্যন্ত দূতাবাসগুলিকে ভিসা সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। তাঁর বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, ক্যারিবিয়ান ও লাতিন আমেরিকার একাধিক দেশে। যেসব দেশের নাগরিকরা এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবেন, তাদের মধ্যে রয়েছে সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, থাইল্যান্ড ও ব্রাজিল।
মার্কিন বিদেশ দফতর স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ চলাকালীন খুব সীমিত সংখ্যক ক্ষেত্রে ব্যতিক্রমী অনুমতি দেওয়া হতে পারে। তবে তার জন্য আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না।
উল্লেখ্য, স্থায়ী ভিসার আওতায় পরিবারভিত্তিক বসবাসের অনুমতি, কর্মসংস্থানভিত্তিক সুযোগ এবং মানবিক সুরক্ষা সংক্রান্ত আবেদন অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, অস্থায়ী ভিসা পর্যটন, শিক্ষা, ব্যবসা, স্বল্পমেয়াদি কর্মসংস্থান এবং কূটনৈতিক বা সংবাদমাধ্যম সংক্রান্ত কাজের জন্য প্রযোজ্য।
প্রসঙ্গত, গত নভেম্বরে ট্রাম্প নিজে ঘোষণা করেছিলেন যে, তিনি আমেরিকার স্বার্থে তৃতীয় বিশ্বের সমস্ত দেশের নাগরিকদের জন্য অভিবাসনের দরজা স্থায়ী ভাবে বন্ধ করে দেবেন। তার পরের দিনই আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। হোয়াইট হাউসের সামনে এক আফগান বন্দুকবাজের হামলায় আমেরিকার দু’জন ন্যাশনাল গার্ডের মৃত্যুর পর ওই পদক্ষেপ করেছিলেন ট্রাম্প। এ বার ৭৫টি দেশকে অভিবাসন ভিসা দেওয়া বন্ধ করার কথা জানানো হল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য