‘অবিলম্বে ইরান ছাড়ুন’, অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
তেহরান, ১৪ জানুয়ারি (হি. স. ) : অবিলম্বে ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের নির্দেশ দিল তেহরানের দূতাবাস। আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আমজনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়
‘অবিলম্বে ইরান ছাড়ুন’, অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের


তেহরান, ১৪ জানুয়ারি (হি. স. ) : অবিলম্বে ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের নির্দেশ দিল তেহরানের দূতাবাস। আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আমজনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়দের চলে যেতে নির্দেশ দিল দূতাবাস।

পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে অতি খারাপের দিকে যাওয়ায় উদ্বিগ্ন ভারত। এমন পরিস্থিতিতে ইরানে বসবাসরত ভারতীয় পড়ুয়া, পূণ্যার্থী, ব্যবসায়ী সহ সমস্ত নাগরিককে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। যেভাবেই হোক তাঁদের ইরান ছাড়তে বলা হয়েছে। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্রও হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের।

দু’সপ্তাহ ধরে বিক্ষোভের আগুন জ্বলছে ইরানে। এখনও পর্যন্ত অন্তত দু’হাজার জনের মৃত্যু হয়েছে। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর ইরানে কায়েম রয়েছে ধর্মীয় সরকার। ৪৬ বছরে এতবড় বিক্ষোভ দেখেনি সেদেশ। এই বিক্ষোভের পিছনে ইজরায়েল এবং আমেরিকার ইন্ধন দেখছে তেহরান। তাদের মতে, এই দুই দেশের মদতপুষ্ট জঙ্গিরা এখন বিক্ষোভকে ‘হাইজ্যাক’ করে নিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande