
ব্যাংক, ১৪ জানুয়ারি (হিও.): ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত হলো ট্রেন। ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে থাইল্যান্ডের সিখিওতে এই ঘটনাটি ঘটেছে। ট্রেনটি ব্যাঙ্কক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। জানা গিয়েছে, রেলের কাজের জন্যই ওই ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল। সেই সময়েই ট্রেনে ধাক্কা মারে ক্রেনটি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উত্তর-পূর্ব থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের উপর নির্মাণাধীন ক্রেন পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন। ক্রেনটি ট্রেনটি লাইনচ্যুত করে এবং কয়েকটি বগি ভেঙে ফেলে, যার মধ্যে একটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা পরে সমস্ত যাত্রীকে সম্পূর্ণরূপে সরিয়ে নিতে সক্ষম হন এবং আহতদের অনেককে ওই অঞ্চলের হাসপাতালে ভর্তি করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ