
কাঠমাণ্ডু, ১৪ জানুয়ারি (হি.স.) : বুধবার ভৈরহাওয়া থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে বুদ্ধ এয়ার-এর একটি বিমানের এক যাত্রী অনুমতি ছাড়া জরুরি দরজা খুলে দেয়। ঘটনার কারণে বিমান অবিলম্বে থামানো হয় এবং যাত্রীকে নিরাপত্তা কর্মীরা পুলিশ হেফাজতে নেয়।
ফ্লাইটে থাকা সমস্ত যাত্রী নিরাপদে নামানো হয়েছে। বিমান নিরাপত্তা নিশ্চিত করতে নেপালের কাঠমাণ্ডু থেকে একটি বিশেষ প্রযুক্তিগত দল ভৈরহাওয়ায় পাঠানো হয়েছে। সমস্ত পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই বিমান পুনরায় ছাড়া যাবে।
এদিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া জরুরি দরজা খোলা গুরুতর আইন লঙ্ঘন। বুদ্ধ এয়ার যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য