নেপালে ব্যাঙ্ক ডাকাতির তদন্তে ৬০ হাজার মার্কিন ডলার উদ্ধার ডাকাতির তদন্তে ৬০ হাজার মার্কিন ডলার উদ্ধার
কাঠমান্ডু, ১৪ জানুয়ারি (হি.স.): নেপালের সিন্ধুলি জেলায় এসবিআই ব্যাঙ্কে সংঘটিত ডাকাতির তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। তদন্ত চলাকালীন সিন্ধুলি পুলিশ ৬০ হাজার মার্কিন ডলার নগদ উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে কাঠমান্ডু থেকে ইলামগামী একটি গাড়ি থেকে এই
নেপালে ব্যাঙ্ক ডাকাতির তদন্তে ৬০ হাজার মার্কিন ডলার উদ্ধার ডাকাতির তদন্তে ৬০ হাজার মার্কিন ডলার উদ্ধার


কাঠমান্ডু, ১৪ জানুয়ারি (হি.স.): নেপালের সিন্ধুলি জেলায় এসবিআই ব্যাঙ্কে সংঘটিত ডাকাতির তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। তদন্ত চলাকালীন সিন্ধুলি পুলিশ ৬০ হাজার মার্কিন ডলার নগদ উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে কাঠমান্ডু থেকে ইলামগামী একটি গাড়ি থেকে এই বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ১১টা নাগাদ খুরকোট বাজার এলাকায় চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় ৩৪ বছর বয়সি যুবরাজ নেয়ারের কাছ থেকে একটি কালো ব্যাগে এই অর্থ উদ্ধার হয়। ব্যাগের ভিতর ছিল ১০০ ডলারের ৬০০টি নোট, মোট ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়াও নেপালি মুদ্রায় ১,০০০ হাজার টাকার ১২টি নোট উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সিন্ধুলি জেলার নেপাল এসবিআই ব্যাঙ্কে তিন কোটিরও বেশি টাকার ডাকাতি হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ডাকাতরা কাঠমান্ডুর কাছে কাবরা জেলা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে। মোট ৩ কোটি ১০ লক্ষ ৯৫ হাজার ২৮৩ টাকা লুট হয়, যার মধ্যে ১ কোটি ৮০ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা জঙ্গলে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তরা এখনও পলাতক এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। উদ্ধার হওয়া অর্থের সূত্র ধরে সংশ্লিষ্ট গাড়ি ও ব্যক্তিকে হেফাজতে নিয়ে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande