
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : ইরানের মোল্লাতন্ত্রের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মিলিটারি পাঠানোর প্রয়োজনীয়তার মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা লিখেছেন, “ইরানের ইসলামী সরকারের পতন চাইছে যে বিপ্লবীরা, সরকার থেকে বলা হয়েছে, এ পর্যন্ত তাদের মৃত্যুর সংখ্যা ২০০০ । ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। ইরানের ভেতর থেকে বিশ্বস্ত বেসরকারি সূত্র বলছে, ২০০০ নয়, আসল সংখ্যা ২০,০০০।
এর মধ্যে ট্রাম্প বলেছেন বিপ্লবীরা যেন বিপ্লব চালিয়ে যায়, তিনি সাহায্য পাঠাচ্ছেন। এর মানে কি এই যে ট্রাম্প বর্তমান ইসলামী সরকারকে নিজে বিদেয় করবেন না, অর্থাৎ সরকারের বদল ঘটাবেন না, কিন্তু বিপ্লবীদের বিপ্লব করতে সাহায্য করবেন! মাত্র দু' সপ্তাহে যদি ২০,০০০ বিপ্লবীকে মেরে ফেলা হয়, তাহলে সাহায্য পাঠিয়ে এই বিপ্লবীদের দিয়ে সরকার পতন আদৌ সম্ভব হবে কি না এ নিয়ে সংশয় তৈরি হচ্ছে। সশস্ত্র ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সাধারণত ক্ষমতার ভেতর থেকে ভাঙন বা কোনো না কোনো ধরনের বাহ্যিক সুরক্ষা ছাড়া সফল হয় না।
ট্রাম্প মিলিটারি না পাঠালে মোল্লাতন্ত্রের অবসান এ যাত্রা হবে বলে মনে হচ্ছে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত