
লিভারপুল, ১৭ জানুয়ারি (হি.স.) : লিভারপুলের গোলরক্ষক রাফায়েলা বোর্গগ্রাফকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে এফএ ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন কোচ গ্যারেথ টেলর। তিনি আরও বলেছেন, এই খেলোয়াড় ইতিমধ্যেই পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন।
সেপ্টেম্বরে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে যে নাম প্রকাশ না করেই সতীর্থের প্রতি বৈষম্যমূলক ভাষা ব্যবহারের অভিযোগে বোর্গগ্রাফের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফএ।
পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে সামান্য আপডেট আছে, এই অর্থে যে এফএ এখনও তাদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন করেছে। তারা খেলোয়াড়কে ছয় ম্যাচের নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে, রবিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মহিলা সুপার লিগের হোম ম্যাচের আগে টেলর সাংবাদিকদের বলেছেন।
২৫ বছর বয়সী বোর্গগ্রাফ জুলাই মাসে লিভারপুলে যোগ দেন এবং নিচের দিকের দলের হয়ে তিনটি ডব্লিউ এসএল ম্যাচে অংশ নিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি