ফরাসি লিগ: বড় জয়ে শীর্ষে পিএসজি
প্যারিস, ১৭ জানুয়ারি (হি.স.) : ফরাসি লিগ-এ শুক্রবার রাতে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে পিএসজি লিগের বিরুদ্ধে। এই জয়ে লিগ টেবিলের চূড়ায় ফিরল শিরোপাধারীরা। জয়ের নায়ক দেম্বেলে। ত্রয়োদশ মিনিটের তার পা থেকেই আসে প্রথম গোলটি। ২০ গজ দূর থেকে জোরাল শটে দর
লিগ আঁয়:  বড় জয়ে শীর্ষে পিএসজি


প্যারিস, ১৭ জানুয়ারি (হি.স.) : ফরাসি লিগ-এ শুক্রবার রাতে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে পিএসজি লিগের বিরুদ্ধে। এই জয়ে লিগ টেবিলের চূড়ায় ফিরল শিরোপাধারীরা।

জয়ের নায়ক দেম্বেলে। ত্রয়োদশ মিনিটের তার পা থেকেই আসে প্রথম গোলটি। ২০ গজ দূর থেকে জোরাল শটে দর্শনীয় গোলটি করেন তিনি।এরপর ৬৩ মিনিটে আরো একটি দর্শনীয় গোল আসে তার পা থেকেই।

এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্কোলার বাঁ পায়ের শটে বড় জয়ের আনন্দের পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে লুইস এনরিকের দল।

১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁস ৪০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande