অনূর্ধ্ব-১৫ ওয়ানডে ট্রফি : রাজস্থানকে হারিয়ে সেমিফাইনালে বাংলার মেয়েরা
কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : গতবারের চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা অনূর্ধ্ব-১৫ ওয়ানডে ট্রফি এলিটের সেমিফাইনালে পৌঁছে গেছে। পুদুচেরির সিএপি গ্রাউন্ড-৩-এ অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল তারা।
বাংলা দলের কৃতিত্বের অধিকারী জয়ের কান্ডারী


কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : গতবারের চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা অনূর্ধ্ব-১৫ ওয়ানডে ট্রফি এলিটের সেমিফাইনালে পৌঁছে গেছে। পুদুচেরির সিএপি গ্রাউন্ড-৩-এ অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল তারা।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজস্থানকে চাপে ফেলে দেয় বাংলার বোলাররা। নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক মাহিরা খান। বাংলার অধিনায়ক অরিক্তা মান্না বল হাতে দাপট দেখিয়ে ৭ ওভারে ৩৮ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন। এছাড়া সালমা খাতুন, দেবস্মিতা কালসা ও রাধিকা কুমারী ১টি করে উইকেট পান।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেয় বাংলা। ওপেনার শাইলা সেনাপতির ব্যাট থেকে আসে ম্যাচজয়ী ইনিংস। ১২টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৬২ বলে ৬৫ রান করেন তিনি। অন্য ওপেনার স্নেহা মাহাতো (২২) তাঁকে যোগ্য সঙ্গত দেন। এরপর আদ্রিজা সরকার ৫৭ বলে ৪৭ রানে এবং দেবস্মিতা কালসা ১২ রানে অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করেন। পুরো ম্যাচেই বাংলার আধিপত্য ছিল স্পষ্ট। আগামী সোমবার সেমিফাইনালে মহারাষ্ট্রের মুখোমুখি হবে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande