মোহালিতে এনকাউন্টারে নিহত কুখ্যাত গ্যাংস্টার, সাফল্য পুলিশের
মোহালি, ১৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের মোহালিতে এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক গ্যাংস্টার। রানা বালচোরিয়া হত্যা মামলায় সাফল্য পেল পুলিশ। মোহালির খারারে শনিবার গভীর রাতে পুলিশি এনকাউন্টারে বাম্বিহা গ্যাংয়ের সঙ্গে যুক্ত এক গ্যাংস্টার গুরুতর আহত হ
মোহালিতে এনকাউন্টারে নিহত কুখ্যাত গ্যাংস্টার, সাফল্য পুলিশের


মোহালি, ১৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের মোহালিতে এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক গ্যাংস্টার। রানা বালচোরিয়া হত্যা মামলায় সাফল্য পেল পুলিশ। মোহালির খারারে শনিবার গভীর রাতে পুলিশি এনকাউন্টারে বাম্বিহা গ্যাংয়ের সঙ্গে যুক্ত এক গ্যাংস্টার গুরুতর আহত হয়। পরে সে প্রাণ হারায়।

এসএসপি হরমন হংস বলেন, রানা বালাচোরিয়া মামলার একজন শ্যুটার করণকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়। গত রাতে খারারে সিআইএ কর্মীদের হেফাজতে থাকাকালীন সে বুকে ব্যথার কথা জানায়। কর্তব্যরত পুলিশ কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যান। পথে, গাড়িটি একটি ডিভাইডারে উঠে যায় এবং কিছুক্ষণের জন্য থেমে যায়। সেই মুহূর্তে, যখন তাকে হাতকড়া পরা অবস্থায় পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছিলেন, তখন সে একজন পুলিশ কর্মীকে ঢাল হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিল। রাতব্যাপী অভিযান চালানো হয়েছিল। করণ রানা বালাচোরিয়া মামলায় ব্যবহৃত অস্ত্রের অবস্থান জানত, যা এখনও উদ্ধার করা হয়নি এবং পরিস্থিতির সুযোগ নিয়ে সে পালানোর চেষ্টা করেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande