দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ ভগবন্ত-এর, করলেন বীজ আইনের বিরোধিতা
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। অমিত শাহের সঙ্গে দেখা করার পর বেরোনোর সময় পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, আমরা অমিত শাহজির সঙ্গে দেখা করেছি। আমরা বীজ আই
দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ ভগবন্ত-এর, করলেন বীজ আইনের বিরোধিতা


নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। অমিত শাহের সঙ্গে দেখা করার পর বেরোনোর সময় পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, আমরা অমিত শাহজির সঙ্গে দেখা করেছি। আমরা বীজ আইনের বিরোধিতা করেছি। পঞ্জাব একটি কৃষিপ্রধান রাজ্য, একটি কৃষি-প্রধান প্রদেশ। যদি পঞ্জাব কোনও বীজ আইনে অন্তর্ভুক্ত না হয়, জমিতে কী বীজ বপন করতে হবে, তাহলে আপনি কীভাবে এমন আইন করতে পারেন? পঞ্জাবের নিজস্ব বীজ আইন আছে।

মুখ্যমন্ত্রী মান বলেন, খাদ্য ও বেসামরিক সরবরাহের ক্ষেত্রে, আমাদের তাদের গম সরবরাহ করতে হবে। আমরা দাবি করেছি যে পঞ্জাব থেকে এমন একজন ব্যক্তি থাকবেন, যিনি রাজ্যের সংস্কৃতি এবং বাজার বোঝেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande