
ইন্দোর, ১৭ জানুয়ারি (হি. স.) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার মধ্যপ্রদেশের ইন্দোর জেলা সফরে পৌঁছান। সেখানে দূষিত পানীয় জল পানের কারণে অসুস্থ হয়ে পড়া রোগী এবং মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের উন্নয়ন মডেল নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা।
ইন্দোর সফরের শুরুতেই রাহুল গান্ধী বম্বে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করার পর তিনি সরকারকে নিশানা করে বলেন, যে শহরকে 'স্মার্ট সিটি' হিসেবে প্রচার করা হচ্ছে, সেখানে মানুষ ন্যূনতম পরিশ্রুত পানীয় জলটুকুও পাচ্ছেন না। পানীয় জলের কারণে গোটা পরিবার অসুস্থ হয়ে পড়া বর্তমান নগর উন্নয়ন মডেলের ব্যর্থতাকে স্পষ্ট করে দিয়েছে। তিনি আরও যোগ করেন যে, সরকার নিজের মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য রাহুল গান্ধী এদিন ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান। দূষিত জল পানের কারণে প্রাণ হারানো গীতা বাই এবং জীবনলালের বাড়িতে যান তিনি। দুই পরিবারকেই ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। সেখানে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেন।
তিনি সরকারের কাছে দাবি জানান যে, মৃত এবং অসুস্থদের পরিবারকে যেন অবিলম্বে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হয়।
এদিন বম্বে হাসপাতালের পঞ্চম তলায় ভর্তি রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। ভেন্টিলেশনে থাকা দুই রোগীর পরিবারের কাছেও তিনি চিকিৎসার খোঁজ নেন। পরিজনরা জানান যে, জল খাওয়ার পরেই অসুস্থতা শুরু হয়। তবে তাঁরা এও জানান যে, হাসপাতাল ও প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।
সফরের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হলে রাহুল গান্ধী সাফ জানান, আমি এখানে রাজনীতি করতে আসিনি, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এসেছি। বিরোধী দলনেতা হিসেবে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং তাঁদের সাহায্য করা আমার দায়িত্ব।
এই সফরে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি এবং বিধানসভার বিরোধী দলনেতা উমঙ্গ সিংঘার-সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতা।
হিন্দুস্থান সমাচার / সোনালি