
পাটনা, ১৭ জানুয়ারি (হি.স): পাটনার শাস্ত্রী নগরে ঘটে গেল ডাকাতি ও খুনের ঘটনা। শাস্ত্রী নগর এলাকায় ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা তাঁর বাড়িতে ডাকাতির সময় খুন হয়েছেন। ওই বৃদ্ধার বাড়ি থেকে সোনার গয়না পাওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং একটি ফরেনসিক দল তদন্ত করছে।
ডিএসপি সাকেত কুমার শনিয়াবর বলেন, বাড়ির নম্বর সি-৭১। সেখানে থাকা একজন বিধবা বৃদ্ধাকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা সম্ভাব্য সকল দিক থেকে মামলাটি তদন্ত করছি এবং বিস্তারিত তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমকে অবহিত করব। প্রথম নজরে, ঘাড়ে সামান্য কাটা দাগ বলে মনে হচ্ছে। আরও তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ