রঞ্জি ট্রফির জন্য ১৯ জনের বাংলা দল ঘোষণা, ফিরলেন শামি-আকাশদীপরা
কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : রঞ্জি ট্রফি এলিটের পরবর্তী পর্যায়ের জন্য ১৯ জনের শক্তিশালী দল ঘোষণা করল পশ্চিমবঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা (সিএবি)। শনিবার ঘোষিত এই দলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। ​দলের নেতৃত্ব স
বাংলার দলের বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে


কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : রঞ্জি ট্রফি এলিটের পরবর্তী পর্যায়ের জন্য ১৯ জনের শক্তিশালী দল ঘোষণা করল পশ্চিমবঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা (সিএবি)। শনিবার ঘোষিত এই দলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে।

​দলের নেতৃত্ব সামলাবেন অভিমন্যু ঈশ্বরণ। তবে এবারের দলে সবথেকে বড় আকর্ষণ জাতীয় দলের তিন পেসার— মহম্মদ শামি, আকাশদীপ এবং মুকেশ কুমারের উপস্থিতি। এছাড়াও অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ও সুদীপ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নবীন প্রজন্মের ক্রিকেটারদের ওপর ভরসা রেখেছে সংস্থা।

​বাংলার ১৯ জনের দলে রয়েছেন, অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, চন্দ্রহাস দাশ, শাকির হাবিব গান্ধী ও সুমিত নাগ (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, রাহুল প্রসাদ, মহম্মদ শামি, আকাশদীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, বিকাশ সিং, শুভম সরকার, সৌম্যদীপ মন্ডল ও সুমিত মোহন্ত।

​আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে সার্ভিসেস-এর বিরুদ্ধে পরবর্তী খেলায় মাঠে নামবে বাংলা। চার দিনের এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া অভিমন্যু ঈশ্বরণরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande