
লাতেহার, ১৮ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের লাতেহার জেলার মহুয়াদন্ড থানা এলাকার অন্তর্গত ওরসা উপত্যকায় রবিবার একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জনের বেশি যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা এখনও প্রশাসনিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, ছত্তিশগড়ের বলরামপুর থেকে একটি বিয়ে সম্পর্কিত অনুষ্ঠানে যোগ দিতে বাসটি রিজার্ভ করে মহুয়াদন্ড ব্লকের লোধ গ্রামে যাচ্ছিল। উপত্যকার কাছে পৌঁছনোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার বাসে থাকা প্রায় সকল যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। অ্যাম্বুলেন্সের পাশাপাশি স্থানীয়দের ব্যক্তিগত গাড়ির সাহায্যে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
এক পুলিশ আধিকারিক জানান, সকল আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পর মৃত ও আহতদের সঠিক সংখ্যা জানানো হবে। প্রশাসন পুরো বিষয়টি নজরে রেখেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য