
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): এনডিআরএফ-এর প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, এনডিআরএফ-এর দক্ষতা ও কর্তব্যবোধ সেবার সর্বোচ্চ মানের উদাহরণ। প্রধানমন্ত্রী মোদী সোমবার এক্স মাধ্যমে জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র প্রতিষ্ঠা দিবসে, আমরা সেইসব পুরুষ ও মহিলাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই যাদের পেশাদারিত্ব এবং সঙ্কটের মুহূর্তে দৃঢ় সংকল্প অটুট থাকে। দুর্যোগের সময় সর্বদা সামনের সারিতে থাকা এনডিআরএফ কর্মীরা জীবন রক্ষা, ত্রাণ প্রদান এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আশা ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তাঁদের দক্ষতা ও কর্তব্যবোধ সেবার সর্বোচ্চ মানের উদাহরণ। বছরের পর বছর ধরে, এনডিআরএফ দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে একটি মানদণ্ড হিসেবে আবির্ভূত হয়েছে, আন্তর্জাতিকভাবে অনেক সম্মান অর্জন করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ