কারুরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের সিবিআই-এর মুখোমুখি বিজয়
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। সোমবার সকালে দিল্লিতে সিবিআইয়ের দফতরে গিয়েছেন তি
কারুরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের সিবিআই-এর মুখোমুখি বিজয়


নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। সোমবার সকালে দিল্লিতে সিবিআইয়ের দফতরে গিয়েছেন তিনি। সোমবার সকালে দিল্লির তাজমহল হোটেল থেকে বেরিয়ে সোজা সিবিআই দফতরে যান বিজয়, পদপিষ্ট হওয়ার ঘটনায় সিবিআই যে তদন্ত করছে, সে জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন তিনি।

যে ঘটনা নিয়ে এই তদন্ত, তা ঘটেছিল গত বছরের ২৭ সেপ্টেম্বর। ওই দিন তামিলনাড়ুর কারুরে টিভিকে-র সমাবেশে প্রায় ৩০ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। নিহত হন ৪১ জন। প্রথমে ওই ঘটনার তদন্ত করছিল বিশেষ তদন্তকারী দল বা সিট। পরে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ায় মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande